প্রতীকী ছবি

আয়োডিনযুক্ত লবণের প্রধান উপাদান পটাসিয়াম আয়োডেটের (আয়োডিন) দাম কমিয়ে পুনরায় নির্ধারণ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।

শুক্রবার (২৩ জানুয়ারি) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, পরিমিত মাত্রায় আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও ন্যায্যমূল্যে ভোক্তাপর্যায়ে সরবরাহ নিশ্চিত করার জন্য প্রতি কেজি পটাসিয়াম আয়োডেটের মূল্য তিন হাজার টাকার পরিবর্তে দুই হাজার পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে।

বিসিক এক পত্রে এ তথ্য জানিয়েছে বলে তথ্য বিবরণীতে বলা হয়।

এসএইচআর/এমএইচএস