ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন
নতুন বছর শুরুতেই শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। মাঝারি থেকে ঘন কুয়াশা যেন প্রতিরাতের নিয়মিত ঘটনা। কিন্তু এবার কুয়াশার ঘনত্ব রেকর্ড ভাঙতে যাচ্ছে।
শুক্রবার (২২ জানুয়ারি) মধ্যরাত থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। ৫০ মিটারের নীচে নামতে পারে কুয়াশার ঘনত্ব বা ভিজিবিলিটি। অর্থাৎ ৫০ মিটারের দূরে কোনও কিছু দেখতে না পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
আলাপকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন ঢাকা পোস্টকে জানান, সকাল ৮টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় কুয়াশার ঘনত্ব ৫০ মিটারে নেমে এসেছে। দিনে কিছুটা উন্নতির দিকে গেলেও শুক্রবার মধ্যরাত থেকে কুয়াশার ঘনত্বের পরিমাণ আরও কমতে পারে। বছরের দ্বিতীয়বারের মতো এমন ঘন কুয়াশা দেখা গেছে।
এদিকে শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের উত্তরাঞ্চলে অনেক জায়গাতেই শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে।
বিজ্ঞাপন
এছাড়া, গত কয়েকদিনের চেয়ে কিছু কিছু এলাকায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে মধ্য রাত থেকে দেশের অধিকাংশ স্থানে ঘন কুয়াশা দেখা দিবে।
বৃহস্পতিবার পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ছিল। শুক্রবার তা পরিবর্তন হয়েছে। অনেক এলাকাতেই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে রাজশাহী, রংপুর বিভাগে। এসব এলাকাতে দিনের আলো দেখা যাবে দেরিতে। এছাড়া গত দুইদিনে দেশের বিভিন্ন এলাকাতে গুড়ি গুড়ি বৃষ্টিও দেখা গেছে। মূলত এই বৃষ্টির পরেই শীতের তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে সামনের দিনে বৃষ্টির সম্ভাবনা নেই।
পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অধিকাংশ স্থানে ঘন কুয়াশা দেখা যাবে। কোথাও কোথাও মাঝারি কুয়াশাও থাকবে। তবে নদী ও ফাঁকা মাঠে দেখা দিবে ঘন কুয়াশা।
এই ঘন কুয়াশার কারণে যান চলাচলসহ বিভিন্ন সমস্যার মুখে জনজীবন।
একে/ওএফ