চট্টগ্রামে প্রথমবারের মতো পৌঁছেছে আমেরিকার তৈরি ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ টিকা। 

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে এ টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এরপর টিকাগুলো চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।  

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ফাইজারের টিকা শুধুমাত্র চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতালেই দেয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে কাদের টিকা দেয়া হবে, তা নির্ধারণ করা হয়নি এখন পর্যন্ত।

টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সেন্ট্রাল স্টোরে রাখা হয়েছে বলে জানা গেছে। এসব টিকা বিশেষ ব্যবস্থায় পরে টিকাদান কেন্দ্রে পৌঁছানো হবে। 

এদিকে, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, সোমবার (১১ অক্টোবর) পর্যন্ত চট্টগ্রামে ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন ৪০ লাখ ৫৯ হাজার ২১৫ জন। আর প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৯ লাখ  ৫২ হাজার ২৩৫ জন। দুটি ডোজই গ্রহণ করেছেন ১১ লাখ ৪৮ হাজার ৩১৫ জন।

কেএম/এইচকে