সৌদি আরবের জাজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদির ওপর হুথি মিলিশিয়াদের হামলা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও উদ্বেগ জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (৮ অক্টোবর) সৌদি আরবের জাজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন, নৈতিক মূল্যবোধের লঙ্ঘন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌদির ওপর হুথি মিলিশিয়া হামলার ক্রমবর্ধমান সংখ্যা বিবেচনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছ। বাংলাদেশ মনে করছে, এ ধরনের হামলা চলমান শান্তি উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করছে।

ইয়েমেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান জানানোর পরও এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য নিন্দা জানিয়ে সৌদি আরব সরকার এবং তার ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে বাংলাদেশ।

শুক্রবার সৌদি আরবের জাজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। বাংলাদেশ ছাড়াও হামলায় সৌদি আরবের ছয় ও সুদানের একজন নাগরিক আহত হন।

পররাষ্ট্র মন্ত্রণারয় জানায়, রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে হামলায় আহত বাংলাদেশি নাগরিকদের দেখাশোনা করতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বলা হয়েছে।

এনআই/ওএফ