রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. মিরাজ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

ঠিকাদার শাকিল ঢাকা পোস্টকে বলেন, বিকেল ৪টার দিকে নির্মাণাধীন ভবনের ১০তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন মিরাজ। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখনও তার সব তথ্য পাওয়া যায়নি। মিরাজের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এসএএ/এসকেডি