দেড় ঘণ্টা পর কমলাপুরে গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ছবি
রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস টার্মিনালের পাশে অলি গার্মেন্টসে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (২৪ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ওই ভবনের ষষ্ঠ তলায় এ আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল আহসান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার কর্মীরা ডাম্পিং ও কুলিংয়ের কাজ করছে। এরপর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করবে।
ডিউটি অফিসার আরও বলেন, আগুন ষষ্ঠ তলায় ও গার্মেন্টসে হওয়ায় অতিরিক্ত ইউনিট পাঠানো হয়েছিল। তবে সব ইউনিটের কাজ করতে হয়নি। আগুন লাগার কারণ ও সূত্রপাত জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
এআর/এসএম