ফাইল ছবি

রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস টার্মিনালের পাশে অলি গার্মেন্টসে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (২৪ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ওই ভবনের ষষ্ঠ তলায় এ আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল আহসান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার কর্মীরা ডাম্পিং ও কুলিংয়ের কাজ করছে। এরপর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করবে।

ডিউটি অফিসার আরও বলেন, আগুন ষষ্ঠ তলায় ও গার্মেন্টসে হওয়ায় অতিরিক্ত ইউনিট পাঠানো হয়েছিল। তবে সব ইউনিটের কাজ করতে হয়নি। আগুন লাগার কারণ ও সূত্রপাত জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

এআর/এসএম