রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসচাপায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আক্তার হোসেন (৩৬) ও মফিজুল ইসলাম (৪০)।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা জানতে পারি বিকেলে হানিফ ফ্লাইওভারের ওপর একটি বাস আক্তার নামে এক মোটরসাইকেল আরোহী ও ফ্লাইওভারে লাইনম্যান হিসেবে কর্তব্যরত মফিজুল নামে আরেকজনকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। এ সময় উপস্থিত লোকজন পুলিশের সাহায্যে তাদের ঢামেকে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/জেডএস