রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক অভিযান পরিচালনা করে চারশ ১৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব জানান, বুধবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ১২ টা পর্যন্ত র‍্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধনিয়া হতে ঢাকাগামী হাইওয়ে রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

এ সময় ৩৪৭ বোতল ফেনসিডিলসহ মো. শামছুল আলম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে র‍্যাব-১০ এর অপর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৬৮ বোতল ফেনসিডিলসহ মো. সোহেল (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার দুজনই পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এইচকে