মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ২৩ জনে।
এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৭৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৭৯৯ জনে।
বিজ্ঞাপন
রোববার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) তার আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪৩৬ জন।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৫১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৬ হাজার ৪১৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৮টি।সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ৮৬ হাজার ৬২৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৮৭৬টি।
মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৪ জন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে ঢাকায় ১২
জন, চট্টগ্রামে রয়েছেন ৫ জন, রাজশাহীতে ২ জন ও খুলনায় ১ জন রয়েছেন।
মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বছরের ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন ও ৬০ বছরের ওপরে ১৩ জন রয়েছেন।
আরও ৫০ লাখ টিকা আসছে
ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ৫০ লাখ টিকা সোমবার (২৫ জানুয়ারি) বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
ঢাকার ৫ হাসপাতালে টিকা দেওয়া হবে ২৮ জানুয়ারি
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দেশে প্রথম করোনার টিকা প্রয়োগ শুরু হবে আগামী ২৭ জানুয়ারি (বুধবার)। একজন নার্সকে দিয়ে এদিন টিকা কার্যক্রম শুরু হলেও পরদিন ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজধানী ঢাকার ৫টি হাসপাতালে টিকা দেওয়া হবে।
জেডএস