চট্টগ্রামের পতেঙ্গা থানার হাদিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৫৬৫ পিস ইয়াবা জব্দসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ ৭০ হাজার টাকা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে ইয়াবা জব্দ করা হয়েছে। আটক মো. রিপন (৪৬) বরিশালের উজিরপুর থানার মৃত মো. ইয়াছিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়েছে। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৩ হাজার ৫৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, রিপন দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করত। পরে তা দেশের বিভিন্ন মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করত। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামি ও ইয়াবা পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএম/ওএফ