চট্টগ্রামের রাউজান থানার দায়েরীঘাটা এলাকা থেকে পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। তারা অস্ত্রধারী সন্ত্রাসীবলে জানিয়েছে র‌্যাব। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে তাদের আটক করা হলেও র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি মঙ্গলবার (২৬ অক্টোবর) জানানো হয়েছে।

আটক ৫ জন হলেন-  মো. ইব্রাহিম নেওয়াচ (৩০),  মো. রোমান উদ্দিন (৩০), মো. ইয়াছিন আরাফাত (২৩), মো. শাহাজাহান (৩৭) ও মো. ওমর ফারুক লিটন (৩৪)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার দায়েরীঘাটা এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। এসময় একটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।  

তিনি বলেন, আটক ৫ জন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় করে। এছাড়া অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাত।

কেএম/ওএফ