এমিরেটসে দুবাই গেলে ‘পাঁচ তারকা হোটেলে’ ফ্রি রাত্রিযাপন
সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস/ ফাইল ছবি
যাত্রীদের জন্য দুবাইয়ের পাঁচ তারকা হোটেল জে. ডব্লিউ. ম্যারিয়ট মারকুইসে ফ্রি রাত্রিযাপনের ব্যবস্থা করেছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস। সব শ্রেণির যাত্রীরাই সুযোগটি পাবেন বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৪ ডিসেম্বর) এমিরেটস বাংলাদেশ জানায়, বর্তমানে ব্যবসা ও পর্যটনের জন্য উন্মুক্ত দুবাই। এ বার্তাটি সারাবিশ্বে পৌঁছে দেয়ার জন্য এমিরেটস একটি মাল্টি-মিলিয়ন ডলার ক্যাম্পেইন পরিচালনা করছে। এ লক্ষ্যে সম্প্রতি এমিরেটস ও দুবাইয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড কমার্স মার্কেটিংয়ের (দুবাই ট্যুরিজম) মধ্যে একটি চুক্তি হয়েছে। এ চুক্তির মাধ্যমে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দুবাই ভ্রমণকারী সব এমিরেটস যাত্রীদের জে. ডব্লিউ. ম্যারিয়ট মারকুইস হোটেলে ফ্রি থাকার ব্যবস্থা করা হয়েছে। ইকোনমির যাত্রীরা এক রাত এবং প্রথম ও বিজনেস শ্রেণির যাত্রীরা দুই রাতের জন্য এই সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
দুবাইয়ের পক্ষ থেকে এমিরেটস দেশটির আকর্ষণ নিয়ে একটি বিজ্ঞাপন ক্যাম্পেইন তৈরি করেছে। ক্যাম্পেইনটি যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন শপিং মলে টেলিভিশন, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখানো হবে। এমিরেটসের (emirates.com) ওয়েবসাইটেও এ ক্যাম্পেইনটি চলবে।
উল্লেখ্য, এমিরেটস বর্তমানে ঢাকা থেকে দৈনিক দুটি করে ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশের এমিরেটসের যাত্রীরা দুবাই হয়ে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আমেরিকা, উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের ১০০টি শহরে ভ্রমণ করতে পারছেন।
বিজ্ঞাপন
এআর/এমএইচএস