ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আদনান সাকিবের ময়নাতদন্ত শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষ হয়। 

আদনান সাকিবের মরদেহ নীলফামারীর ডিমলা থানার নিজ গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে দাফন হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রশাসনিক কর্মকর্তা আজিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের শিক্ষার্থী আদনান সাকিবের ময়নাতদন্ত শেষ হয়েছে। এখানে তার বড় ভাই মাহে আলম মরদেহ গ্রহণ করেছেন। মরদেহ নিয়ে একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স নীলফামারীর উদ্দেশে রওনা হয়েছে। 

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা ঢাকা পোস্টকে বলেন, ঢাবি শিক্ষার্থীর ময়নাতদন্ত শেষ হয়েছে। তার মরদেহ তার বড় ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এর আগে সেগুনবাগিচার কর্ণফুলী আবাসিক হোটেলের ১০৭ নম্বর রুমের দরজা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আদনান সাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, সাকিবের একটি সুইসাইড নোট পাওয়া গেছে, যাতে তিনি কাউকে দায়ী করতে নিষেধ করেছেন। চাকরি না পাওয়ার হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ ও তার সহপাঠীরা।

এসএএ/আরএইচ