রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় মো. অনিক ইসলাম (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বাবা মোবাইল কিনে না দেওয়ায় অনিক আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে পারিবারিক সূত্রে।  

আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১১টায় তাকে মুগদা মেডিকেলে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য বিকেল ৩টায় তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

অনিকের ফুফাতো ভাই সানি ঢাকা পোস্টকে বলেন, কয়েকদিন আগে বাবা-মায়ের সাথে ঝগড়া করে সে মোবাইল ভেঙে ফেলে। গতকাল রাতে আবার তার বাবাকে মোবাইল কিনে দিতে বলে। মামা বলে এখন টাকা নেই, দু’একদিন পরে কিনে দেব। সে বলে আজকেই কিনে দিতে হবে। এই নিয়ে মামার সাথে রাগারাগি হয়। পরে সবার অজান্তে সে নিজের রুমে আড়ার সাথে গলায় ফাঁস দেয়। 

সানি আরও জানায়, অনিকের বাবার নাম মো. আব্দুল করিম। তিনি একটি ইউপিভিসি কোম্পানিতে চাকরি করেন। অনিকওও একই কোম্পানিতে মিস্ত্রি হিসাবে কাজ করে। সে 

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে এম মনিরুল হক ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে মুগদা মেডিকেলে যাই। সেখান থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় মোবাইল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়েছে সে । আমরা তদন্ত করছি ,বিস্তারিত পরে জানানো হবে।

এসএএ/এনএফ