ডিএসসিসিতে গণটিকা : দ্বিতীয় ডোজ নিলেন ২৪ হাজার ৪০০ জন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণটিকার আওতায় আজ দিনব্যাপী টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৭৫টি ওয়ার্ডের ৭৫ কেন্দ্রে মোট ২৪ হাজার ৪০০ জন নাগরিক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ২৬৪ জন ও ১১ হাজার ১৩৬ জন নারী।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
বিজ্ঞাপন
আবু নাছের বলেন, প্রথম ডোজ টিকা গ্রহণ করা যেসব ব্যক্তি দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেননি, তারা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খিলগাঁও, ধলপুর, আজিমপুর, মুগদা ও কসাইটুলি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারসমূহের মধ্যে নিকটস্থ যে কোনো সেন্টার থেকে আগামী শনিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে টিকা নিতে পারবেন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। তবে একদিনে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। পরবর্তীতে এ কার্যক্রম আরও এক দিন বাড়ানো হয়। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়।
বিজ্ঞাপন
এএসএস/এসকেডি