নারায়ণগঞ্জে রড কারখানায় বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় রড কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে দগ্ধ শ্রমিক মোহাম্মদ আলী (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান তিনি।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি জানান, গত সোমবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ফতুল্লার পাগলায় একটি রড কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ শ্রমিককে আমাদের এখানে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে মোহাম্মদ আলীর ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল। ওই দিন তাকে এইচডিইউতে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এখনও বাকি চারজন চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত সোমবার নারায়ণগঞ্জের পাগলার রসুলপুর এলাকায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণ হয়ে পাঁচ শ্রমিক দগ্ধ হন।
দগ্ধ শ্রমিকরা হলেন : বিল্লাল হোসেন (৪০), আরিফ (৪৫), মোহাম্মদ আলী (২৬), সোহেল (৪২) ও লিটন (৪৫)। এদের মধ্যে বিল্লাল হোসেনের ২০ শতাংশ, আরিফের ১১ শতাংশ, সোহেলের ১৩ শতাংশ ও লিটনের ১৪ শতাংশ দগ্ধ হয়।
এসএএ/এসকেডি