প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে গত বৃহস্পতি ও শনিবার। এই দুইদিনের বিশেষ ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৭৩ লাখ ৫৬ হাজার ৮০৩ জন। এরমধ্যে প্রথম দিনে টিকা নেন ৫৪ লাখ ৪৪ হাজার ১৬৬ জন। আর দ্বিতীয় দিনে (গতকাল) নেন ১৯ লাখ ১২ হাজার ৬৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, সারা দেশে শনিবার (৩০ অক্টোবর) ২১ লাখ ৭৮ হাজার ৬৯৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ লাখ ১২ হাজার ৬৩৭ জন।

এর আগে বৃহস্পতিবার দুই ডোজ মিলিয়ে দেওয়া হয় ৫৬ লাখ ৯১ হাজার ৮২৮ ডোজ টিকা। সবমিলিয়ে দুই দিনে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট টিকা দেওয়া হয়েছে ৭৮ লাখ ৭০ হাজার ৫২৪ ডোজ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, ফাইজার ও মডার্না মিলিয়ে দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৭ কোটি ৪ লাখ ৭১ হাজার ৬২৩ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ১৭ লাখ ৮২ হাজার ৫৩১ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার ৯২ জন।

এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৭২৯ জন।

টিআই/এনএফ