ডিএসসিসিতে দুদকের অভিযান, ঘুষসহ ২ দালাল গ্রেফতার
দুই দালাল
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষসহ দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) দুদকের অভিযোগ কেন্দ্রে আসা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
ডিএসসিসি’র (খিলগাঁও) ট্রেড লাইসেন্স নবায়ন, নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ বা বাতিল করার ক্ষেত্রে ঘুষ গ্রহণ, অনিয়ম ও হয়রানির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটির এনফোর্সমেন্ট দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
দুদক জানায়, সরেজমিন অভিযানে টিম অভিযোগের সত্যতা পায়। ওই দপ্তর পরিদর্শনের সময় ডিএসসিসি’র লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মো. সেলিম ও মো. দৌলতের কাছে দুইজন বহিরাগতের উপস্থিতি পাওয়া যায়। তাদের অবস্থানের বিষয়ে দুদক টিমের সন্দেহ হলে তাদের একজনকে তল্লাশি করে প্রায় ১৩ হাজার নগদ টাকা পাওয়া যায়। যার গ্রহণযোগ্য ব্যাখ্যা তিনি দিতে পারেননি।
এ সময় মো. আব্দুর রহমান ও মোহাম্মদ সাব্বির আলম নামের দুই দালালকে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে উপস্থাপন করা হয়। দুদক টিমের পরামর্শ অনুযায়ী তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অব্যবস্থাপনার বিষয়ে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।
এদিকে দুদকের অভিযানের পর ডিএসসিসি’র লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মো. সেলিম ও মো. দৌলতকে তাৎক্ষণিক চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।
আরএম/জেডএস