৬ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় ১৯৯৮ সালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলায় মো. শরীফুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ আদেশ দেন। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম।

তিনি বলেন, আদালতে চার জনের সাক্ষ্যের ভিত্তিতে ও ভিকটিমের দেওয়া জবানবন্দিতে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত নারী ও শিশু (বিশেষ বিধান) আইন ১৯৯৫ সালের ৬(১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 

রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। রায়ের পরে তাকে সাজা পরোয়ানার ভিত্তিতে কারাগারে পাঠানো হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত মো. শরীফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার লালাপুর এলাকার ফজলুর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৯ সেপ্টেম্বর নগরের পাঁচলাইশ থানার বাসিন্দা মো. শরীফুল ইসলাম প্রতিবেশী ৬ বছরের শিশুটিকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। একই দিন শিশুর বাবা পাঁচলাইশ থানায় মামলা করেন। এরপর পুলিশ তদন্ত করে ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।

কেএম/জেডএস