প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া করে বিষপানে স্ত্রীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ইশকুদ্দি এলাকায় প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া করে বিষপানে খোদেজা বেগম (৩২) নামে এক নারীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
বিজ্ঞাপন
নিহত খোদেজা বেগমের দুলাভাই ফারুক ঢাকা পোস্টকে বলেন, আমার শালির জামাই কাতারে থাকে। ফোনে স্বামীর সঙ্গে কোনো বিষয় নিয়ে তার ঝগড়া হয়। পরে সে বিষপান করে। বিষয়টি বুঝতে পেরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।চিকিৎসক জানান সে আসেই মারা গেছেন।
তিনি আরও জানান, খোদেজা বেগমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় ইশকুদ্দি এলাকায়। তার সোহাগ নামে ১০ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জ থেকে অচেতন অবস্থায় এক নারীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন আত্মীয়রা। আনার পর চিকিৎসক জানিয়েছেন তিনি আগেই মারা গেছে। তার পরিবার জানায় সে বিষপান করে আত্মহত্যা করেছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এসএএ/জেডএস