ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত থাকবে, আশা প্রধানমন্ত্রীর
টানা তিনটি একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস অভিনন্দন বার্তার বিষয়টি জানান।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী আশাবাদ প্রকাশ করেন, কঠোর অনুশীলনের মাধ্যমে জয়ের এই ধারা অব্যাহত থাকবে।
চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ১২০ রানে জিতে ঘরের মঠে সফরকারীদের ৩-০ ব্যবধানে হারায় টাইগাররা। তিন ম্যাচের তিনটিতেই জিতে ওয়ানডে সুপার লিগের খাতায় ৩০ পয়েন্ট যোগ করল বাংলাদেশ। এর আগে, প্রথম ম্যাচ ৬ উইকেটে জয়ের পর মিরপুরে দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জেতেন সাকিব-তামিমরা।
বিজ্ঞাপন
শেষ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রতিপক্ষ বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সফরকারী দলের অধিনায়ক জেসন মোহাম্মদ। ব্যাটিংয়ে নেমে দলের চার সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালের অর্ধশতকের ওপর ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ২৯৭ রানের পুঁজি পায় স্বাগতিকরা।
উইন্ডিজের সামনে এ লক্ষ্য ছিল পাহাড়সম। কারণ, আগের দুই ম্যাচে ব্যাটিংয়ে নেমে দলীয় ইনিংস কোনোবারই দেড়শ ছাড়াতে পারেনি ক্যারিবীয়রা। এমনকি চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ২৯০ রান পার করতে পারেনি কোনো দল। সে হিসেবে বাংলাদেশের বিপক্ষে জিততে গেলে রেকর্ড গড়েই জিততে হতো সফরকারীদের। শেষপর্যন্ত আর সে পথে আগাতে পারেনি উইন্ডিজ, এ ম্যাচেও টাইগার বোলারদের কাছে নাস্তানাবুদ হয়ে ম্যাচ হারে ১২০ রানে।
এইউএ/এফআর