শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে ব্রুনাইয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য ও মাংস আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে ব্রুনাই। সোমবার (২৫ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার সঙ্গে এক সৌজন্যে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হাজি হারিস উসমান এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. গিয়াস উদ্দিন আহমেদ, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. অলোক কুমার পাল, গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.  মো. নজরুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। 

সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়ের সময়ে ব্রুনাই রাষ্ট্রদূত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বিষয়ে একমত প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ কৃষিতে অনেক সাফল্য অর্জন করেছে। প্রাণিসম্পদ খাতেও বেশ এগিয়ে আছে। আমরা বাংলাদেশের কৃষিজাত বিভিন্ন পণ্যের পাশাপাশি মাংস আমদানি করতে চাই।

মতবিনিময়ের সময়ে বিশ্ববিদ্যালয়ের স্টাডি ট্যুর, যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ, মানব সম্পদ উন্নয়নে শিক্ষক ও ছাত্র বিনিময় কার্যক্রম এবং গবেষণা সুবিধা বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, দেশের প্রায় দেড় শতাধিক কৃষিপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। এশিয়া, ইউরোপসহ বিভিন্ন মহাদেশে বাংলাদেশি কৃষি পণ্যের কদরও রয়েছে। দেশের কৃষি সম্প্রসারণ অধিদফতর রপ্তানির বিষয়ে বেশকিছু কার্যক্রমও সম্পাদন করে আসছে।

এছাড়া মাংস উৎপাদনেও এগিয়ে গেছে বাংলাদেশ। দেশে গরু, ছাগলের সংখ্যা অতীতের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া বর্তমানে ঈদুল আযহায় নিজেদের পালন করা গবাদি পশু দিয়েই কুরবানির কার্যক্রম সম্পাদন সম্ভব হচ্ছে। পাশাপাশি দেশে আধুনিক মানের খামার গড়ে উঠছে, যেখানে মান সম্মত মাংস উৎপাদন সম্ভব হচ্ছে। ভালো সুযোগ থাকলে মাংস রপ্তানি সম্ভব বলেও উদ্যোক্তারা মত দেন।

একে/এমএইচএস