শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন করলেন ডিএসসিসি মেয়র
রাজধানীর কলাবাগানে খেলার মাঠ ও শহীদ শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে। বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস খেলার মাঠ ও পার্ক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আজ আমরা কলাবাগান মাঠ ও মাঠ সংলগ্ন পার্কটি উদ্বোধন করেছি। এই এলাকা রাসেল স্কয়ার নামেই পরিচিত। তারই নামে শিশু পার্ক উদ্বোধন করেছি। এখানে শিশুরা আসতে পারবে, খেলাধুলা করতে পারবে। বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে। পরিবার-পরিজন নিয়েও এখানে আসা যাবে।
বিজ্ঞাপন
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহমদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
পার্কটি ঘুরে দেখা গেছে, পার্কটিতে শিশুদের জন্য প্রায় ২০টি রাইড বসানো হয়েছে। এছাড়া, চারপাশে হাঁটার পথ তৈরির পাশাপাশি মাঝখানে ঘাস লাগানো হয়েছে। চারিদিকে নেট দিয়ে ঘিরে রাখার ফলে বাইরে থেকেও পার্কের ভেতরের সৌন্দর্য্য দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
এএসএস/আরএইচ