রাস্তা নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান
টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে পাকাকরণের কাজ হয়েছে। ওই উপজেলার বানিয়ারসিট বাজার-দেবরাজ সড়কের কাজ শেষ হতে না হতেই কার্পেটিং উঠে যাওয়ার অভিযোগ উঠেছে।
এসব অভিযোগ খতিয়ে দেখতে বুধবার (৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এনফোর্সমেন্ট টিম। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) শফি উল্লাহ।
বিজ্ঞাপন
দুদক টিম সরেজমিনে সড়ক পরিদর্শন করে এবং অভিযোগকারীসহ আশপাশে লোকজনের বক্তব্য গ্রহণ করে। এসময় রাস্তার বিভিন্ন অংশের পুরুত্ব পরীক্ষা করা হয়েছে এবং মান অসন্তোষজনক বলে দুদক টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
অভিযান সূত্রে আরও জানা যায়, অভিযানকালে দুদক টিম জানতে পারে, প্রকল্পের কাজ চলাকালে ঠিকাদার সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ায় কাজ বেশ কিছুদিন বন্ধ ছিল। ফলে কিছুটা জন-অসন্তোষ দেখা দেয়। পরে ঠিকাদার সম্পূর্ণ কাজ শেষ করে। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করা হচ্ছে।
বিজ্ঞাপন
অভিযোগের বিষয়ে জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে আইআরআইডিপি প্রকল্পে প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার বানিয়ারসিট বাজার থেকে দেবরাজ রাস্তার এক কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার কাজ পায় প্রাইম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সম্প্রতি তারা কাজটি শেষ করে। পাকা করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটি পাকা করে। ফলে হাত দিয়েই ওঠানো যাচ্ছে কার্পেটিং। এখনও প্রায় ৫০ মিটার রাস্তা পাকা করার জন্য রয়েছে। নির্মাণের সময় স্থানীয়রা বাধা দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়। স্থানীয়দের কার্পেটিং ওঠানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আরএম/এসএসএইচ