জলবায়ুর ভয়াবহ পরিস্থিতির জন্য বিশ্ব মোড়লদের দায়ী করে কড়া সমালোচনা করেছেন সুইডিশ এক পরিবেশকর্মী।

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় স্কটল্যান্ডের গ্লাসগো শহরের স্কটিশ ইভেন্ট সেন্টারে যখন বিশ্ব নেতারা একত্রিত, ঠিক তখনই সেন্টারের বাইরে মোড়লদের সমালোচনা করেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। এ সময় অন্যান্য পরিবেশকর্মীরাও গ্রেট থুনবার্গকে সমর্থন করে স্লোগান দেন।

গ্রেটা বলেন, ওই ভেন্যুতে বসে ক্ষমতার শীর্ষে থাকা নেতারা মুখে অনেক কথা বলছেন, আর কপালে চিন্তার ভাঁজ ফেলছেন। বুঝাতে চান তারা অনেক চিন্তিত আমাদের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে! আসলে তারা কিছুই করছেন না, ওখানে ঘরে বসে কোনো সমাধান কিংবা পরিবর্তন আসবে না। নেতারা সঠিক নেতৃত্ব দিতে পারছেন না। প্রকৃত নেতৃত্ব উঠে আসবে সাধারণের মধ্য থেকেই।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গ্রেটা বলেন, মানুষ আর হ-য-ব-র-ল দেখতে চায় না বা শুনতে চায় না। উল্টা-পাল্টা কথা বন্ধ করতে হবে।

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য পরিবেশ কর্মীরা জলবায়ু সম্মেলনে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এবার গ্লাসগো জলবায়ু সম্মেলনে ১২০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করেন।

এসআর/এসকেডি