কক্সবাজারের শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের প্রথম দলকে ভাসানচরে নেওয়ার বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সংস্থাটি বলছে, ভাসানচরে স্থানান্তরের আগে রোহিঙ্গারা সেখানে স্বেচ্ছায় যেতে চায় কিনা সেটা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে জাতিসংঘ যেসব নিয়ম মেনে রোহিঙ্গাদের সেখানে নিতে সেটাকে মূল্যায়ন করতে হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) পক্ষ থেকে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো নিয়ে এমন বিবৃতি আসে।

রোহিঙ্গাদের প্রথম দলকে ভাসানচরে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। দিনক্ষণ বা ঠিক কত রোহিঙ্গাদের প্রথম ধাপে সেখানে পাঠানো হচ্ছে এ রকম কোনো বার্তা দিতে রাজি হচ্ছে না শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে কূটনৈতিক সূত্র বলছে, দিন-দুয়েকের মধ্যে রোহিঙ্গা প্রথম দলকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে ২৫০০ বা তার চেয়ে কমবেশি হতে পারে।

এইচআরডব্লিউ তাদের বিবৃতিতে জানাচ্ছে, বাংলাদেশ কর্তৃপক্ষ ৪ হাজার রোহিঙ্গাকে চট্টগ্রাম বন্দর নগরী থেকে ভাসানচর পাঠানোর প্রস্তুতি নিয়েছে।

বিবৃতিতে সংস্থাটির এশিয়ান মহাপরিচালক ব্রেন্ড অ্যাডামস বলেন, ‘রোহিঙ্গাদের ভাসানচর পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছ, সেখানে স্থানান্তরিত শরণার্থীদের পুরোপুরি সম্মতি, জাতিসংঘের কারিগরি কমিটির মূল্যায়নের জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি।’

এর আগে বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে পর্যাপ্ত তথ্য এবং এতে সংস্থাটিকে সম্পৃক্ত করা হয়নি।

এনআই/এসএম