ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ।

আদেশে বলা হয়েছে, ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত এডিসি কামরুল ইসলামকে ওয়ারী বিভাগের এডিসি (ওয়ারী জোন) ও ডিএমপির এডিসি মোছা. লুবনা মোস্তফাকে সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।

'জনস্বার্থে' জারি করা আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। 

এআর/এসএম