চসিক নির্বাচন: ৭৩৫ কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ৭৩৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাছিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, বন্দর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসব সরঞ্জাম বিতরণ শুরু করে নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্বাচনে ৭৩৫টি কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি কক্ষে ৯ হাজার ৭৭২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আগে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চারটি বিতরণস্থল পরিদর্শন করেন হাসানুজ্জামান।
বিজ্ঞাপন
তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর পর সেগুলো যাচাই করে দেখা হবে। মালামালে সমস্যা হলে তা দ্রুত সমাধান করে নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে।
নির্বাচনী এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে উল্লেখ করে হাসানুজ্জামান বলেন, ভোটারদের আশ্বস্ত করতে চাই, ভোটকেন্দ্রে ভোটাররা এসে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে ৭ হাজার ৭৭২ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। সেই সঙ্গে ২৫ প্লাটুন বিজিবি সদস্যের পাশাপাশি টহলে থাকবে র্যাবের ৪১টি টিম। এছাড়া পুলিশের রিজার্ভ টিম ও আনসার সদস্য মোতায়েন থাকবে নির্বাচনী এলাকায়।
নির্বাচনে গুরুত্বপূর্ণ হিসেবে ৪১৬টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের প্রতিটিতে ১৮ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাধারণ কেন্দ্রগুলোতে ১৬ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।
বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৭৩৫টি। মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।
৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়। ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন কাউন্সিলর পদপ্রার্থী মো. হারুনুর রশিদ।
চট্টগ্রাম/জেডএস