রোটারি ক্লাবের ৩৫ লাখ মাস্ক বিতরণ কার্যক্রম শুরু
করোনা মোকাবিলায় সারা দেশে ৩৫ লাখ মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮১ বাংলাদেশ। মঙ্গলবার (৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রোটারি গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। তিনি বলেন, করোনা মোকাবিলায় মাস্ক পরার উপকারিতা নিয়ে সারা দেশে রোটারির অনেকগুলো ক্যারাভ্যান মাসব্যাপী প্রচারণা চালাবে এবং মানুষদের বিনামূল্যে মাস্ক বিতরণ করবে।
বিজ্ঞাপন
গভর্নর ফারুকী আরও বলেন, করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী রোটারি ক্লাবগুলো এই দুর্যোগ মোকাবিলায় সর্বশক্তি প্রয়োগ করেছে। এই খাতে রোটারি অসংখ্য কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে শতশত মিলিয়ন ডলার ব্যয় করেছে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, দেশে করোনার প্রকোপ কমে আসায় জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে অনীহা দেখা যাচ্ছে। যা আমাদের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে, স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় করোনার প্রকোপ আবার ফিরে এসে বড় ক্ষতি করেছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মিলিয়ন ডলার মাস্ক প্রজেক্টের চেয়ারম্যান পিডিজি এম খায়রুল আলম, গভর্নর নির্বাচিত ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, গভর্নর নমিনি টিআইএম নূরুল কবির, যুক্তরাষ্ট্রের রোসি ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা টেড রোসি, যুক্তরাষ্ট্রের কুইন্নিপিয়াক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নিয়ামত এলাহী, রোটারিয়ান রবার্ট ফ্রেন্ড।
এছাড়াও উপস্থিত ছিলেন- রোটারি নেতা আশরাফুজ্জামান নান্নু, কামরুজ্জামান খান টিপু, হাফিজ ইউ বিপ্লব, ইবরাহীম জায়েদ পিনাক প্রমুখ।
আইএসএইচ/ওএফ