চলতি আমন মৌসুমে ২৫১টি উপজেলায় ‘কৃষকের অ্যাপ’র প্রচার-প্রচারণার ব্যয় নির্বাহের জন্য এ খাতে ৬২ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

বুধবার (১১ নভেম্বর) খাদ্য অধিদফতর থেকে ২০২১-২২ অর্থবছরের জন্য সংশ্লিষ্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়গুলোর অনুকূলে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতি উপজেলায় ২৫ হাজার টাকা করে মোট ৬২ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দপত্রে বলা হয়, বরাদ্দ হওয়া অর্থ সরকারি প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে ব্যয় নির্বাহ এবং প্রতিমাসের ব্যয়ের প্রতিস্বাক্ষরিত হিসাব বিবরণী পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এসএইচআর/এসএসএইচ