ফতুল্লায় বিস্ফোরণ : দগ্ধ দুজন শেখ হাসিনা বার্নে ভর্তি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর লালখাঁ এলাকায় গ্যাসলাইনে বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন : সুধন সরকার (৩৪), সৌরভ সরকার (২২), সোহেল সরকার (১২), মনি রানী (২৮), তুলসী রানী (৬০) ও ঝুমা রানী (১৯)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জ থেকে গ্যাসলাইনে বিস্ফোরণে দগ্ধ ছয়জনকে এখানে আনা হয়েছিল। এর মধ্যে চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দগ্ধদের মধ্যে ঝুমা রানী ৫০ শতাংশ দগ্ধ এবং তুলসী রানী ২৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ নভেম্বর) ভোরে ফতুল্লার লালখাঁ এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে গ্যাসলাইনের ভয়াবহ বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বিস্ফোরণে ওই ফ্ল্যাটের পাঁচটি কক্ষসহ পাশের আরও দুটি বাড়ির দেয়াল ধসে গেছে।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি