করোনা টিকা, সংগৃহীত ছবি

করোনাভাইরাস প্রতিরোধে দেশে টিকা প্রয়োগ কার্যক্রম আজ (বুধবার) শুরু হবে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিন দেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নিবেন সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। তিনি কুর্মিটোলা হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটের ইনচার্জ।

সূত্রমতে, আজকে তিনজন নার্স ও তিনজন চিকিৎসককে প্রাথমিকভাবে টিকা নেওয়ার জন্য বাছাই করা হয়েছে। তারা দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই চিকিৎসাসেবা দিয়ে আসছেন। অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে টিকা নেওয়ার জন্য বাছাই করা হয়েছে।

ল্যাব টেস্টে উত্তীর্ণ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ টিকা

এদিকে বেক্সিমকোর আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ল্যাব টেস্টে উত্তীর্ণ, মানবদেহে ব্যবহারের উপযুক্ত বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টিকার প্রতিটি লটের নমুনা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। এ টিকা ব্যবহারে বাধা নেই।’

৮ নয় ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা দেওয়া শুরু : স্বাস্থ্যমন্ত্রী

আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকা দেওয়ার কথা থাকলে তা একদিন এগিয়ে আনা হয়েছে। আজ বুধবার সারাদেশে টিকা দেওয়া শুরু হচ্ছে। এর আগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা প্রয়োগ প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। তিনিই আমাদের এ সময় দিয়েছেন।’

তিনি বলেন, কাল (বুধবার) কুর্মিটোলায় পাঁচজনকে দিয়ে টিকা কার্যক্রমের শুরু হবে। পরে ২৫ জনকে টিকা দেওয়া হবে।

‘সুরক্ষা’ অ্যাপ

প্রধানমন্ত্রী উদ্বোধনের পরই সবার নিবন্ধনের জন্য খুলে দেওয়া হবে ‘সুরক্ষা’ অ্যাপ। কুর্মিটোলা হাসপাতালে টিকা প্রয়োগ প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধনের পর নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে। যারা নিবন্ধন করতে পারবেন না, তারা টিকা কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্রে গিয়েও নিবন্ধন করতে পারবেন। সেই ব্যবস্থা আমরা রেখেছি।

এমএইচএস