সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার হত্যায় গ্রেফতার ২
রাজধানীর শ্যামলী সড়কে প্রকাশ্যে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে (৭২) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সোমবার (১৫ নভেম্বর) সকালে তিনি বলেন, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর আদাবর থানা এলাকার শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি আনোয়ার শহীদকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বিজ্ঞাপন
এ বিষয়ে আদাবর থানার ওসি কাজী সাহিদুজ্জামান বলেছিলেন, আনোয়ার শহীদের বাসা মিরপুরের কল্যাণপুর এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি শ্যামলীর হানিফ কাউন্টারে যাওয়ার জন্য শ্যামলীর বোনের বাসা থেকে বের হয়েছিলেন। হানিফ পরিবহনের বাস কাউন্টারের পাশেই হলিল্যান্ড গলিতে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। গলির একটি বাসার সিসি ক্যামেরার ফুটেজ এবং ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
জেইউ/এসএসএইচ