বাড্ডায় পারিবারিক কলহে বৃদ্ধের আত্মহত্যা
ফাইল ছবি
রাজধানীর বাড্ডার সাঁতারকুল রোডে পারিবারিক কলহের জেরে আব্দুল বারেক হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
নিহতের নাতি শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকালে আমি উত্তরা থেকে খবর পাই নানা মারা গেছেন। পরে পুলিশ এসেছে। নানা কেন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তা জনাতে পারিনি।
তিনি আরও বলেন, আমার নানা আমার খালামনি ফারজানা ও খালুজান ইদ্রিসের বাসায় থাকতেন। তাদের সঙ্গে হয়ত কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে আত্মহত্যা করতে পারেন।
বিজ্ঞাপন
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আমানুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি লোহার অ্যাঙ্গেলে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন বারেক হাওলাদার। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এখনও তদন্ত চলছে।
তিনি আরও জানান, বৃদ্ধ বারেক তার মেয়ে-জামাইয়ের সঙ্গে সাঁতারকুল এলাকার ৭০/৩৭০ নম্বর বাসায় থাকতেন। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লামুয়া গ্রামে। তার বাবার নাম মৃত গণি হাওলাদার।
এসএএ/এইচকে