রাজধানীর গুলশানে বেপরোয়া একটি প্রাইভেটকার রিকশা ও অপর একটি প্রাইভেটকারে ধাক্কা দিয়েছে। এতে রিকশাচালকসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় বেপরোয়া গাড়ির চালককে আটকের আগেই তিনি পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেপরোয়া প্রাইভেটকারটির চালক ছিলেন একজন তরুণী। তার সঙ্গে আরও দুজন ছিলেন। তারা সবাই পালিয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

বুধবার রাতে গুলশান-২ মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রিকশাচালক গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে গুলশান থানার ডিউটি অফিসার এসআই নজরুল ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। এখনও কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে।

গুলশান থানা পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্তরা গাড়ি ফেলে পালিয়ে যান। তবে তাদের গাড়ি ও কাগজপত্র জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ইমরান জানান, গুলশান-২ এর মোড়ে বেপরোয়া প্রাইভেটকারটি হঠাৎ এসে একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় রিকশাচালক ও রিকশা আরোহী নারী সন্তানসহ পড়ে যান। সেখান থেকে বের হওয়ার সময় গাড়িটি আরেকটি প্রাইভেটকারে ধাক্কা দেয়।

আশপাশের লোকজন এগিয়ে এলে ধাক্কা দেওয়া প্রাইভেটকারটির ভেতর থেকে দুই নারী ও এক যুবক বের হয়ে আসেন। তাদের দেখে মদ্যপ মনে হচ্ছিল।

এআর/এমএইচএস