মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন/ ফাইল ছবি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা এদেশের সাফল্যে ঈর্ষান্বিত। তাই মুক্তিযুদ্ধের বিরোধীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।
শনিবার (২০ নভেম্বর) মেহেরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত আলোচনাসভা, আবৃত্তি ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি দেশের অগ্রগতিকে পিছিয়ে দিতে চায়। সেজন্যই তারা এ দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।
তিনি বলেন, তারা বিশ্বের কাছে এ দেশ নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী এ সময় সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে পুলিশ সুপার মো. রফিউল আলম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এসএইচআর/এইচকে