‘পৃথিবীর কোনো কিছুই পরিবর্তন হয় না, সবকিছুর রূপান্তর হয়’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পৃথিবীর কোনো কিছুই পরিবর্তন হয় না, সবকিছুর রূপান্তর হয় বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।
শনিবার (২০ নভেম্বর) হোটেল রেডিসন ব্লুতে ‘ফুলবাড়ি ইনস্টিটিউট অব ট্রেনিং অ্যান্ড স্পোর্টস ফাউন্ডেশন’ আয়োজিত ‘আন্তর্জাতিক আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সেমিনারে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
সেমিনারে গবেষণা-প্রবন্ধ উপস্থাপন করেন ভারতীয় গবেষক সঞ্জীব দত্ত রায় ও সৌমিক দত্ত রায়।
বিজ্ঞাপন
পরিকল্পনামন্ত্রী বলেন, জলবায়ু যতই আমাদের ক্ষতি করুক না কেন তা পুষিয়ে দেবে। পরিবেশকে রক্ষা করার জন্য বিশ্বের নানা প্রান্তে কাজ হচ্ছে। এই তো কিছু দিন আগেই গ্লাসগোতে জলবায়ু সম্মেলন হলো। সবাই চেষ্টা করছে পৃথিবীর দূষণ কমাতে। কিন্তু দুই একটি দেশ যারা এ দূষণের জন্য বেশি দায়ী তারা কোনো দায় নিচ্ছে না।
তিনি আরও বলেন, জলবায়ু দূষণের কারণে আমাদের নানাভাবে নানা দিক দিয়ে ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে পরিবেশ ও জলবায়ু রক্ষার জন্য আমাদের প্রধানমন্ত্রী জোরালো ভূমিকা রাখছেন।
বিজ্ঞাপন
এ সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, জলবায়ু ঠিক রাখতে মন্ত্রণালয়ের কিছু করার থাকে না। আমরা নির্দেশনা দিতে পারি কিন্তু তা মানতে হবে জনগণকেই। জনগণ যদি আইন না মানে তাহলে মন্ত্রণালয়ের কিছু করার থাকে না। মুখে মুখে আমরা বলি পরিবেশ বাঁচানোর কথা কিন্তু আমরা বাস্তবে তা মানি না। আমাদের পরিবেশকে আমাদেরই বাঁচাতে হবে।
অনুষ্ঠানে ফুলবাড়ি ইনস্টিটিউট অব ট্রেনিং অ্যান্ড স্পোর্টস ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে আমি অভিজ্ঞ নই, আমার জ্ঞান সীমিত। তবে আমি আশাবাদী এ জন্য যে, আজকের আয়োজন আপনাদের আলোচনা ও পরামর্শের মাধ্যমে যেকোনো ফল বেরিয়ে আসলে আমাদের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কাজে লাগবে।
এসআর/এসকেডি