চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের (হিজড়া) পাঁচশ সদস্যকে করোনার টিকার আওতায় আনা হচ্ছে। আগামী ২২ নভেম্বর (সোমবার) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ে এ টিকাদান কর্মসূচি চলবে।

শনিবার (২০ নভেম্বর) চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রোববার (২১ নভেম্বর) থেকে চট্টগ্রামে বস্তিবাসীদের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথম ধাপে খুলশী থানার ঝাউতলা ছিন্নমূল বস্তির ২ হাজার বাসিন্দাকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যাগে টিকার আওতায় আনা হবে। প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন ছাড়াই রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই চার দিন তাদের টিকা দেওয়া হবে। তাদেরকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বস্তিবাসীকে টিকা দেওয়া হবে। 

আসিফ খান আরও বলেন, মানবিক বিবেচনাবোধ থেকে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে করোনার টিকা কর্মসূচির আওতার আনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় লিঙ্গের এ টিকা কর্মসূচিতে সমন্বয়কের দায়িত্বে থাকবেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন অফিসের এমও ডা. কাজী ফাহিমা আফরীন ও ডা. মোছাম্মৎ ফয়জুন্নেছা এবং জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
 
কেএম/জেডএস