তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত
রাজধানীর তেজগাঁওয়ের কাঠপট্টি এলাকায় ট্রেনের ধাক্কায় খালেদ মহমুদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।
রোববার (২১ নভেম্বর) রাত সোয়া ৯টায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আহত কিশোরকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী বাবু ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলের দিকে কিছু মানুষকে দৌড়ে যেতে দেখি, আমি নিজেও সেখানে দৌড়ে যাই। সেখানে আমি ওই কিশোরকে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখি। লোকজনের মুখে শুনতে পাই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েছে সে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসি। এখানে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই কিশোরের সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে কল দিলে তার চাচাতো ভাই ঢাকা মেডিকেলে আসেন। চাচাত ভাই জানান, খালেদের বাড়ি লালমনিরহাট জেলার সদর থানার নয়ারহাট গ্রামে। সে ওই এলাকার এনামুল হকের ছেলে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/জেডএস