নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তল্লা এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সাজিদ হোসেন (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২১ নভেম্বর) রাত ১০টায় এই ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টায় মৃত ঘোষণা করেন।

নিহতের মামা জাভেদ ঢাকা পোস্টকে বলেন, রাতে বাসার পাশেই তল্লা এলাকায় ব্যাডমিন্টন খেলছিল কয়েকজন কিশোর। খেলার এক পর্যায়ে আদম ও কদম নামে দুই ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় সাজিদের। পরে তারা আমার ভাগ্নে সাজিদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায়। সাজিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার ভাগ্নে নারায়ণগঞ্জে ফতুল্লা থানার তল্লা এলাকার ছোট মসজিদের পাশে পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম মো. রিপন হোসেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

এসএএ/এইচকে