প্রথমবারের মতো পালিত হলো রেস্টোরিটিভ জাস্টিস সপ্তাহ
দেশে প্রথমবারের মতো পালিত হয়েছে রেস্টোরিটিভ জাস্টিস সপ্তাহ। দিবসটি উপলক্ষে সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ ক্রিমিনোলোজি অ্যাসোসিয়েশন (বিসিএ) ও ইনস্টিটিউট অব কালচারাল অ্যাফেয়ার্সের (আইসিএ) যৌথ উদ্যোগে একটি ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি অ্যান্ড পুলিশ সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক আজিজ রহমানের পরিচালনায় ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিমিনোলোজিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ঢাকার যুগ্ম জেলা এবং দায়রা বিচারক খাদিজা ভুঁইয়া, ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেসেন্টেটিভ আসাদুজ্জামান সরদার এবং কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা বিশ্ববিদ্যালয়ের জাস্টিস স্টাডিজ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুল্লাহ।
বিজ্ঞাপন
ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেসেন্টেটিভ আসাদুজ্জামান সরদার বলেন, রেস্টোরিটিভ জাস্টিস হচ্ছে একজন অপরাধীর সঙ্গে একজন ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের যে সম্পর্ক বিনষ্ট হয় সেটার পুনর্নির্মাণ করা।
তিনি আরও বলেন, যেসব অপরাধের ক্ষেত্রে প্রবেশন প্রয়োগ করা সম্ভব, সেসব ক্ষেত্রে প্রবেশন দেওয়া গেলে আমাদের সমাজে রেস্টোরিটিভ জাস্টিসের প্র্যাকটিস বাড়বে।
বিজ্ঞাপন
ইউনিভার্সিটি অব রেজিনা বিশ্ববিদ্যালয়ের জাস্টিস স্টাডিজ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুল্লাহ বলেন, রিস্টোরিটিভ জাস্টিস বিনষ্ট হওয়া সম্পর্ক ও আইন দুটিকেই রিস্টোর করে। পাশাপাশি তিনি রিস্টোরিটিভ জাস্টিসের ইতিহাস এবং নিউজিল্যান্ড, কানাডায় এর প্রয়োগের ঘটনা তুলে ধরেন।
যুগ্ম জেলা ও দায়রা বিচারক খাদিজা ভুঁইয়া আলোচনায় রিস্টোরিটিভ জাস্টিস প্রয়োগের বাধা, প্রত্যাশা এবং সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, রিস্টোরিটিভ জাস্টিসের প্রয়োগের জন্য আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
বাংলাদেশের গ্রাম্য আদালত প্রতিষ্ঠার অগ্রদূত আসাদুজ্জামান সরদার বলেন, রিস্টোরিটিভ জাস্টিস প্রয়োগের জন্য আমাদের সমাজকে সামগ্রিকভাবে অগ্রসর হতে হবে।
বাংলাদেশ ক্রিমিনোলোজিকাল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ছোট খাট পারিবারিক এবং জমি সংক্রান্ত বিরোধ সমাধানে রিস্টোরিটিভ জাস্টিস উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি অ্যান্ড পুলিশ সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক আজিজ রহমান রিস্টোরিটিভ জাস্টিসের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
ওয়েবিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় আলোচকরা ভবিষ্যতে রিস্টোরিটিভ জাস্টিস নিয়ে কাজ করতে আগ্রহী শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
আইএসএইচ/এমএইচএস