ঢাকার কেরানীগঞ্জে বাসার ছাদ থেকে পড়ে নয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকালে ধুপখোলার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। 

জানা গেছে, রোববার কেরানীগঞ্জের কলাকান্দি এলাকায় শিশুটি নানার বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ধুপখোলার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।   
 
নিহত শিশুর নাম আবরার। সে পারভেজ ও সুপ্তি দম্পতির একমাত্র সন্তান ছিল। পারভেজ কুয়েত প্রবাসী। শিশুটির দাদি আয়েশা বেগম বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পারভেজের সঙ্গে সুপ্তির কলহ চলছিল। পরে সে বাবার বাড়ি চলে যায়। সেখানে গিয়ে পারভেজকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দেয়। আর এজন্যই শিশুটিকে মেরে ফেলা হয়েছে। 

এ ঘটনায় পারভেজের মা আয়েশা বেগম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যাকাণ্ডের অভিযোগ করেছেন। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সজিব আহমেদ জানান, আবরারের দাদি আয়েশা বেগম থানায় হত্যাকাণ্ডের অভিযোগ করেছেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফারুক আহ‌মেদ/আইএসএইচ