বিএফডিসি'র ব্যবস্থাপক হলেন লুৎফর রহমান
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক হয়েছেন লে. মো. লুৎফর রহমান। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে তার চাকরি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই আদেশের মাধ্যমে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের বর্তমান ব্যবস্থাপক লে. কমান্ডার এম আলমগীর হোসেনকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
আরেক আদেশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খানকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) কন্ট্রোলার অব এক্সামিনেশন নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এসএইচআর/ওএফ
বিজ্ঞাপন