চট্টগ্রাম জিপিও থেকে ৩ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা আত্মসাতের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার দুদকের চট্টগ্রাম ১ সমন্বিত জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ২৯। 

মামলায় আসামি করা হয়েছে, বাঁশখালীর রফিকুল ইসলাম, হাটহাজারীর ফরহাদাবাদ এলাকার শামীম, ছেলে ওয়াহিদুল আলম, বাঁশখালীর মশহুদা বেগম, তার স্বামী আহমেদ নূর ও চান্দগাঁওয়ের তসলিমা বেগম নার্গিসকে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/ ৪৭৭ (ক)/১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা প্রতারণার আশ্রয় নিয়ে চট্টগ্রাম জিপিওর অজ্ঞাত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরষ্পরের যোগসাজশে প্রতারণামূলকভাবে জাল-জালিয়াতি করেছেন। 

তারা চট্টগ্রাম জিপিওর সঞ্চয় শাখা থেকে বিভিন্ন হিসাবে ভুয়া টাকা জমা দেখিয়ে পরবর্তী সময়ে সরকারি তিন  কোটি ৭৮ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা আত্মসাৎ করেছেন।

কেএম/আরএইচ