ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১০০ জন পুরুষ ও ২০ জন নারীকে করোনার টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) করোনা টিকার বুথ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ঢামেক জানায়, টিকা নেওয়া সবাই ঢাকা মেডিকেলের চিকিৎসক, নার্স, কর্মচারী ও স্বাস্থ্যকর্মী।

সকাল পৌনে ১০টায় শুরু হয় টিকাদান কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন ঢামেক পরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

হাসপাতালের পরিচালক জানান, টিকা দেওয়ার পর সবাইকে আধাঘন্টা আমাদের পোস্ট ভ্যাকসিনেশন জোনে রাখা হয়েছে। এরপর তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১২০ জনের মধ্যে কেউ অসুস্থ বা কোনো অস্বস্তি বোধ করেনি। স্বাভাবিক ও উৎসবমুখর পরিবেশেই আমাদের টিকাদান কার্যক্রম শেষ হয়েছে।

এরআগে ঢামেক সূত্র জানায়, হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্রে ১৪০ জন স্বাস্থ্যকর্মী করোনার টিকা নেবেন। তাদের মধ্যে ২০ জন চিকিৎসক, ২০ জন নার্স ও ১০০ জন হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও স্টাফ।

দেশে বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তাকে প্রথম টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। আট সপ্তাহের ব্যবধানে এ টিকার দুটি ডোজ নিতে হবে। বাংলাদেশে যেহেতু এ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী প্রথম দফায় ঢাকার পাঁচটি হাসপাতালে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির উপর এ ভ্যাকসিন প্রয়োগ করে তাদের পর্যবেক্ষণ করা হবে।

এআর/ওএফ