নদী জীবন্ত সত্ত্বা এবং পানির ধারক। সুতরাং নদী রক্ষার্থে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদ্যবিদায়ী চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

গতকাল (বুধবার) একশনএইড বাংলাদেশ আয়োজিত ৩ দিন-ব্যাপী ৬ষ্ঠ আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

মুজিবুর রহমান হাওলাদার বলেন, ২০১৯ সালে হাইকোর্ট নদীকে একটি জীবন্ত সত্ত্বা ঘোষণা করে। উন্নত নদী ব্যবস্থাপনার জন্য বাংলাদেশসহ সকল দেশেই আন্তর্জাতিক আইন ও বিধি-বিধান রয়েছে। তা সত্বেও অনেক দেশ নদী ও পানি বণ্টন ব্যবস্থাপনায় সে সকল বিধান বাস্তবায়নে যথেষ্ট গুরুত্ব প্রদান করছে না। পানির ন্যায্যতা নিশ্চিতে আঞ্চলিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।

দ্যা গ্লোবাল নেটওয়ার্ক অব ওয়াটার মিউজিয়ামসের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. এরিবার্তো ইউলিসি বলেন, পানি সম্পদ রক্ষণাবেক্ষণ এবং টেকসই উন্নয়নে পানিকে অন্তর্ভুক্ত করতে মানুষ ও বিভিন্ন সংস্থাকে যুক্ত করার কাজই হচ্ছে দ্যা গ্লোবাল নেটওয়ার্কের কাজ। অতীত এবং বর্তমান ওয়াটার নলেজের একটি সংযোগ হতে পারে এই পানি জাদুঘর। যার মাধ্যমে সর্বসাধারণকে নতুনত্ব এবং নতুন মূল্যবোধকে উদ্দীপিত করা যাবে। এই বৈশ্বিক পানি সংকটের যুগে পানি জাদুঘর হতে পারে সচেতনতা সৃষ্টির মাধ্যম। বাংলাদেশের মতো দেশে পানি জাদুঘর নদীর অধিকার রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

একশনএইড বাংলাদেশের কান্ট্রি ‍ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, আমরা নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে নদী-অধিকারের ইস্যুটি আলোচনায় এগিয়ে নিতে কাজ করে চলছি। আমরা বিশ্বের নদী বিষয়ক বিভিন্ন নেটওয়ার্কের সাথে যোগাযোগ রক্ষার্থে পটুয়াখালীতে পানি জাদুঘর প্রতিষ্ঠা করেছি। হালদা নদী রক্ষা আন্দোলনকেও একশনএইড সমর্থন করছে। নদীকে হেরিটেজ ঘোষণা দিতেও সরকারের সাথে অ্যাডভোকেসি করে যাচ্ছে একশনএইড বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন- আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়ের দ্যা সেন্টার ফর হেরিটেজ ম্যানেজেমেন্টের অ্যাডজাঙ্কট প্রফেসর সারা আহমেদ। তিনি ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে নদী ও পানি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, পরিবেশবিদ, এনজিও কর্মীরাও যুক্ত ছিলেন আয়োজনে।

তিন দিনব্যাপী এই সম্মেলন চারটি থিমেটিক সেশন- ওয়াটার কমনস: লেসনস ফ্রম কোভিড-১৯, ওয়াটার জেন্ডার অ্যান্ড কোভিড-১৯ নেক্সাস, রাইটস অব রিভারস এবং ওয়াটার অ্যান্ড ক্লাইমেট গ্রাসরুটস ইনোভেশন অ্যান্ড সল্যুশনের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন চলবে ২৯ জানুয়ারি প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

এইচএন/এনএফ