র‍্যাবের অভিযানে গ্রেপ্তার দুজন/ ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী ছিনতাই, মাদক ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এছাড়া র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছে একটি প্রতিষ্ঠানকে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৩ জানুয়ারি থেকে আজ পর্যন্ত র‍্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানা এলাকায় ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে আটক করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া র‌্যাব-২ হাজারীবাগ থানার ডাকাতি মামলার এজাহার নামীয় এক পলাতক আসামিকেও গ্রেপ্তার করেছে।

মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে চলা এ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ১০০ পিস ইয়াবা, তিনটি ড্যাগার, পাঁচটি ছুরি ও ১৪টি মোবাইল জব্দ করেছে।

তিনি আরও বলেন, চলতি সপ্তাহে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের সুলতানগঞ্জ এলাকায় খান পটেটো চিপস এবং মেসার্স খান চানাচুর অ্যান্ড সুইটস ফ্যাক্টরিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব-২। ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই’র লাইসেন্স ব্যতীত চিপস উৎপাদন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পচা, নষ্ট উপাদান দিয়ে চানাচুর উৎপাদন, মজুত ও বিক্রয়ের অপরাধে চার লাখ টাকা জরিমানা আদায় করেন।

এদিকে, র‌্যাব-১১ অভিযানে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটকসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

তার নাম মো. রুবেল হোসেন (২৮)।

বৃহস্পতিবার র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকার একটি সিএনজি অ্যান্ড রিফুয়েলিং সেন্টারের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর র‍্যাব-১১ এর চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে ২৫০ বোতল ফেনসিডিল জব্দ করে। অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল পাচারের দায়ে মো. রুবেল হোসেন (২৮) আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি  জব্দ করা হয়।

এমএসি/এফআর