রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেন খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া।

তিনি বলেন, আমাদের আন্দোলন চলমান থাকবে। নিরাপদ সড়কের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের এ যৌক্তিক আন্দোলন আরও দীর্ঘায়িত করতে আজকের মতো আমরা আন্দোলন স্থগিত ঘোষণা করছি।

সোহাগী সামিয়া বলেন, আগামীকাল (বুধবার) আমরা আরও বেশি সংখ্যক শিক্ষার্থী একসঙ্গে হয়ে আন্দোলন করব। আজ যারা এসেছি, তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আরও বেশি শিক্ষার্থী নিয়ে আগামীকাল সকাল ১১টা থেকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান করবেন।

রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেন তার সহপাঠী এবং আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে রামপুরা এলাকায় প্রগতি সরণি অবরোধ করেন স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ কারণে এ সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের হাতে নানা দাবি ও স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘আমার বাবা কাঁদছে, নিরাপদ সড়কের দাবিতে’, ‘অ্যাম আই নেক্সট’, ‘গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘গণপরিবহনে শিক্ষার্থী হয়রানি বন্ধ কর’ ইত্যাদি।

এমএসি/এমএইচএস/জেএস