অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২৪টি বাসকে ১ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৪টি স্পটে বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ এ জরিমানা করেন। 

বিআরটিএর এনফোর্সমেন্ট শাখা থেকে জানা যায়,  ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার ১৮৪টি ডিজেলচালিত বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখে। এতে ২৪টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়। 

এদিকে বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন সংক্রান্ত কার্যক্রম সমন্বয় কমিটির সিদ্ধান্তের আলোকে সমন্বিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও যৌথ অভিযানের অংশ হিসেবে রুট ভায়োলেশনের কারণে ১৬টি বাসের বিপরীতে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও রুট পারমিটবিহীন ৬টি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বিআরটিএর সচিব ও পরিচালকরা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন। 

পিএসডি/এসকেডি