টিকার নিবন্ধনে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রস্তুত রাখার নির্দেশ
সংগৃহীত ছবি
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ২৭ জানুয়ারি একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পরে এর পার্শ্বপ্রতিক্রিয়াসহ নানা বিষয় পর্যবেক্ষণ করে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সারাদেশে একযোগে টিকাদান।
করোনার টিকা গ্রহীতাকে আগে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তাই নিবন্ধনের স্বার্থে দেশের সব ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়, সরকার কোভিড-১৯ মহামারি মোকাবিলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ইতোমধ্যে জাতীয় টিকা প্রয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে। অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে।
এতে বলা হয়, এ টিকা পাওয়ার জন্য অগ্রাধিকার প্রাপ্তদের মধ্য থেকে আগ্রহী ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন করতে হবে। সুরক্ষা নামক ওয়েব পোর্টাল থেকে নিবন্ধন করা যাবে। এছাড়া অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেল স্টোর থেকে সুরক্ষা অ্যাপস ডাউনলোড করেও নিবন্ধন করা যাবে।
বিজ্ঞাপন
চিঠিতে আরও বলা হয়, টিকা নিতে আগ্রহীদের অনেকেরই অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন নেই। এ কারণে প্রত্যেকটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তিরা যাতে নিবন্ধন করতে পারেন তার জন্য প্রত্যেকটি সেন্টারকে প্রস্তুত রাখা প্রয়োজন। টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন করার জন্য সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার যথাযথভাবে প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, দেশে বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তাকে প্রথম টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। গণভবন থেকে ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দেশের প্রথম ব্যক্তি হিসেবে বেক্সিমকোর আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নিয়েছেন সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। তিনি কুর্মিটোলা হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটের ইনচার্জ। এরপর স্বাস্থ্যের অতিরিক্ত ডিজি নাসিমা সুলতানা, চিকিৎসক, পুলিশ সদস্য, সংবাদকর্মীসহ প্রাথমিক পর্যায়ে মোট ২৭ জন টিকা নেন। টিকা প্রয়োগের দ্বিতীয়দিন রাজধানীর পাঁচটি হাসপাতালে মোট ৫৪১ জনকে এ টিকা দেওয়া হয়।
এসএইচআর/এমএইচএস